সর্বশেষ সংবাদ :

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ

স্টাফ রিপোর্টার: ‘মাকে আমি এক মুঠো মাটি দিতে চাই’ এমন আবেদনের পর প্যারোলে মুক্তি পেয়ে গর্ভধারিনী মাকে শেষ বিদায় জানাতে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাঁদ।
রোববার (২৪ মার্চ) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আড়াই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ছুটে যান মায়ের জানাজায় । তার মা মোছাঃ আশরাফুন্নেছা ৯৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শনিবার ইন্তেকাল করেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আড়াই ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। বেলা ১২টায় কারাগার থেকে বেরিয়ে আবার ২.১৬ মিনিটে কারাগারে পৌঁছায় তিনি ।
কারাবন্দী আবু সাঈদ চাঁদের মায়ের জানাজায় অংশ নেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ দলের নেতাকর্মীরা।


প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪ | সময়: ৬:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ