বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরীর শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতর আসামীর নাম হৃদয় ওরফে সোহেল। তিনি রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া রেন্টুর ছেলে।
জানা যায়, সোহেলের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় দায়ের করা একটি মামলায় ৬ বছরের সাজা দেয় আদালত। সাজা ঘোষণার পর গ্রেপ্তার এড়াতে সোহেল পলাতক ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানা পুলিশ জানতে সোহেল তার বাড়িতে অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।