সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নাটোর : নাটোরের জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরে বিচার প্রার্র্থীকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতারকৃত ৫ যুবলীগ কর্মীকে ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এর আগে তাদের বিরুদ্ধে আহত রাতুল ইসলাম সময়ের পিতা বাদী হয়ে একটি এবং নাটোর থানার এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। সোমবার দুপুরে দায়েরকৃত দুটি মামলার মধ্যে অস্ত্র আইনে করা মামলায় অতিরিক্তি চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রওশন আলম এই রিমান্ডের আদেশ দেন। মামলার বরাত দিয়ে নাটোর কোর্ট পুলিশ পরিদর্শক নাজনীন আক্তারী জানান, গত ১৪ মার্চ আদালত চত্ত্বরে বিচারপ্রার্থী রাতুল ইসলাম সময় (২৫) নামে এক যুবককে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলার মধ্যে একটি অস্ত্র মামলায় সোমবার দুপুরে আদালতে অভিযুক্ত সজীব (৩২), সুমন (৩৫), ইমন (২৮), সবুজ (২৭) ও সোহাগ (৩০) কে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা নাটোর থানার এস আই আমিনুল ইসলাম অভিযুক্তদের ৫দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। তবে আসামীদের রিমান্ডে নেয়ার আগে ও রিমান্ড শেষে স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন জমা দেয়ার জন্য বলেন। একই সাথে রিমান্ডে উচ্চ আদালতের নির্দেশনা মেনে চলারও নির্দেশ দেন।
প্রসঙ্গত ১৪ মার্চ পুর্ব বিরোধের জের ধরে নাটোর আদালত চত্ত্বরে বিচারপ্রার্থী রাতুল নামে এক যুবককে প্রকাশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ যুবলীগ কর্মীরা। ঘটনার পরপরই পুলিশ ৫ যুবলীগ কর্মীকে ধারালো অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।