বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: ডার্সি ব্রাউনের ইনজুরিতে কপাল খুললো গ্রেস হ্যারিসের। বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও আগেভাগে দলের সঙ্গে যোগ দিতে হচ্ছে তাকে। শুক্রবার ওয়ানডে দলে একটি পরিবর্তনের ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ব্রাউন তার বাঁ পায়ে নেভিকিউলার স্ট্রেস ইনজুরিতে ভুগছেন। তাতে করে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। হ্যারিস সম্প্রতি মেয়েদের আইপিএলে খেলেছেন। তার দল উত্তর প্রদেশ ওয়ারিয়র্স লিগ পর্ব পার করতে পারেনি। আগামী ২১ মার্চ শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশে এটাই অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। তারপর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।


প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪ | সময়: ২:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ