শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তিকে ব্যাপক গণসংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার বিকালে উপজেলার বনপাড়া বাজারে বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত পথসভা মূলত সবংর্ধনা সভায় রুপ নেয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত সংসদ সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে ও সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, বিগত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ শোভন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আরিফ উদ্দিন সরকার, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম খান ও নিলুফার ইয়াসমিন ডালু, সাবেক জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা বক্তব্য রাখেন।
এর আগে কোহেলী কুদ্দুস মুক্তি এমপি বনপাড়া বাইপাস মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।