শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থেকে অভিনব কায়দায় প্রাইভেট কারে লুকিয়ে রাখা বিপুল পরিমান গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের চৌকস আভিযানিক দল শুক্রবার রাত ৮টার দিকে জেলার রাণীনগর রেলগেট এলাকায় একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে বরিশাল জেলার মুলাদি থানার উত্তর পাতারচর গ্রামের আব্দুল জব্বারের পুত্র সোহরাব কাজী, ঢাকার কেরানীগঞ্জ থানার সাতগাও গ্রামের তাজু মিয়ার পুত্র মোহন হোসেনকে সহ ২০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেট কার সহ গ্রেফতার করে।
অভিনব কায়দায় প্রাইভেট কারের সিটের পিছনে বিশেষভাবে তৈরিকৃত বক্সের ভেতর লুকিয়ে রাখা ছিল।
গ্রেফতারকৃত আসামী সোহরাব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে এবং তার সহযোগী মোহন দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেট কার এ বিশেষ কায়দায় লুকিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।