বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রহনপুর কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী জানান, শনিবার সকাল থেকে ওই এলাকার মাংস ব্যবসায়ি কালাম অসুস্থ গরুর মাংস বিক্রি করছে স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬০ কেজি মাংস জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
তিনি আরও বলেন, জব্দকৃত মাংসের নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগের ল্যাবে পাঠানো হয়েছে। পরে জব্দকৃত মাংসগুলো ধংশ করা হয়।