মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান ফারুকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার লক্ষ্মীকোল চায়না ক্যাম্পে আয়োজিত মতবিনিময় সভায় ব্যবসায়ী সোলায়মান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু আহসান টগর। স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী শরিফুল হাসান ফারুক।
সভায় বিশেষ অতিথি হিসাবে সাবেক সিভিল সার্জন ডা. মো: শামস্ উদ্দিন, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ডিএম আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী বেলাল পাটোয়ারী, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম লাড্ডু, আওয়ামীলীগ নেতা প্রভাষক আব্দুর রউফ ও আলতাফ হোসেন এবং সাবেক ইউপি সদস্য শ্রী পুলক সরকার বক্তব্য রাখেন।
পথসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৫ শতাধিক নেতাকর্মী, রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দুই হাত তুলে শরিফুল হাসান ফারুককে চেয়ারম্যান প্রার্থী হিসাবে সমর্থন জানান। পরে তার সমর্থনে শোডাউনসহ লক্ষ্মীকোল বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।