মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত শ্রীরামপুরের গ্রামের কেরামত মন্ডলের ছেলে ওয়াজেদ আলী বাবু, হাটোইর গ্রামের মুসলিম আলীর ছেলে মোশারফ ও একই গ্রামের মহিম মোল্লার ছেলে মুসলেম আলী।
অন্যদিকে নিয়মিত মামলায় ফেটগ্রামের আজিম উদ্দিনের ছেলে মাসুম ও ধর্ষণ চেষ্টা মামলায় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার লালচাঁদের ছেলে ইয়াসিন আরাফাত। গ্রেফতার ইয়াসিন মান্দা উপজেলায় পরচুলের ব্যবসা করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের জেলহাজতে প্রেরন করা হয়।


প্রকাশিত: মার্চ ৭, ২০২৪ | সময়: ৬:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ