চাঁ’নবাবগঞ্জে তিনটি খাবার হোটেল, এক ইটভাটায় সোয়া লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে তিনটি খাবার হোটেলে ও ১৫ হাজার টাকা একটি ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। মঙ্গলবার বিকেলে মোবাইল কোর্টের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন এই দণ্ড প্রদান করেন।
মোবাইল কোটের নাজির ও উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, মূল্যতালিকা না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে পচাবাসী খাবার সংরক্ষণ ও পরিবেশন করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিল্টের হাটে একটি ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল এলাকায় ২টি খারের হোটেল ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আব্দুল মোত্তালেব আরো জানান, অন্যদিকে জেলা প্রশাসনের নিকট থেকে লাইসেন্স না নিয়ে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ভাটা স্থাপন করে ইট তৈরির কার্যক্রম পরিচলনার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর টিকরার মাঠে অবস্থিত টাটা ইট ভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাকে এক সপ্তাহের মধ্যে জেলা প্রশাসনের লাইসেন্স নেয়ার জন্য বলা হয়েছে।


প্রকাশিত: মার্চ ৭, ২০২৪ | সময়: ৬:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ