সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: সোমবার সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের লড়ে যাওয়াটাই ছিল প্রাপ্তি। শেষদিকে ৩৪ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখানো জাকেরকেই প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। ম্যাচশেষে তার অনুভূতি কি, তা নিয়ে প্রশ্ন করলেন নিজের আপন সাংবাদিক বোনই।
জাকের আলীর আপন বোন শাকিলা ববি পেশায় একজন সাংবাদিক। একটি জাতীয় দৈনিকে সিলেট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। বাংলাদেশ তিন রানে হারার পর সংবাদ সম্মেলন কাভার করতে এসেছিলেন ববি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভাই জাকেরকে প্রশ্ন করে তিনি বলেন, ‘আপনি তো এই সিলেটের ছেলে। ঘরের মাঠে পারফর্ম করলেন, মানুষ আপনার পক্ষে ছিল। কতটা উপভোগ করেছেন?’
বোনের প্রশ্নের জবাবে জাকের আলীও দেখালেন পেশাদারিত্ব। জবাবে বলেন, ‘হ্যাঁ এই জিনিসটা (বিপিএল) আসলে কাজে দিয়েছে। বিপিএল শেষ হওয়ার ২ দিনের মধ্যে এখানে। বিপিএলের এটমস্ফিয়ার থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে আসা। অবশ্যই কাজে দিয়েছে। যেহেতু এটা আমার হোম গ্রাউন্ড, মাঠ সম্পর্কে ধারণা ছিল। আমি সবসময়ই সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। ’ ‘আমার প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেকও এখানে। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সব কিছু ঠিক ছিল। যদি ম্যাচটা জিততে পারতাম তাহলে ভালো হতো। ’