সর্বশেষ সংবাদ :

দেশে এখন ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার

সানশাইন ডেস্ক: হালনাগাদ শেষে দেশের ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জনে। শনিবার এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, ২০২৩ সালের ২ মার্চ ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এখন হালনাগাদ শেষে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।
তিনি জানান, তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন। এবার ভোটার বেড়েছে দুই দশমিক ২৬ শতাংশ।


প্রকাশিত: মার্চ ৩, ২০২৪ | সময়: ৬:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর