রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানর মো. আনসারুল হক মারা গেছেন। শুক্রবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে চৌডালার বালুটুঙ্গি পারিবারিক গোরস্থানে শুক্রবার বিকেল ৫ টায় দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংগ্র গুণাগ্রহী করেছেন।তার জানাযায় এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন, ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সানশাইন / শামি