সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: রাজশাহী বিভাগের অন্যতম সাপ্তাহিক রহনপুরের সোমবারের হাটে মূল্য তদারকি করেছেন গোমস্তাপুর উপজেলা প্রশাসন। সোমবার সকালে ঐতিহ্যবাহী এই হাট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিশাত আনজুম অনন্যা।
তিনি ওই হাট-বাজারে এসে চাল, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খুচরা ও পাইকারি দ্রব্যের বাজার তদারকি করেন। এ সময় তিনি লাইসেন্স ছাড়া কৃষি পণ্য মজুদ ও বিপণনের অপরাধে ‘কৃষি বিপণন আইন, ২০১৮ এর ৭ ধারা’ অপরাধে নাজমুল ট্রেডার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলামকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।