শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি : রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট রায়হান কোল্ডষ্টোরের সামনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নাসরিন সুলতানা (৪২)। পেশায় তিনি একটি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। শনিবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধা ৭টার দিকে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সাতরা এলাকার চন্দ্রনগর গ্রামের প্রভাষক শহিদুল ইসলাম তার স্ত্রী ও সন্তানসহ মোটরসাইকেল যোগে রাজশাহী হতে বাড়ি ফিরছিলেন। এসময় রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস সামনে থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা নারী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। শিশু সন্তানসহ প্রভাষক শহিদুল অক্ষত রয়েছেন।
খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেন। ঘটনাস্থলে ট্রাফিক বিভাগের সার্জেন্টসহ অন্যরা এসে প্রাথমিকভাবে ঘাতক বাসটিকে সনাক্ত করতে পারেনি। তবে পার্শ্ববর্তী একটি সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। যা পরবর্তীতে বাসটিকে সনাক্ত করতে সহায়ক হবে।