রাবি শেখ রাসেল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শেখ রাসেল মডেল স্কুলে আজ বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুবেরী ভবন মাঠে পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৩৩টি ইভেন্টে প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়। স্কুলের অধ্যক্ষ মোসা. লিসাইয়া মেহজবীন ক্রীড়ানুষ্ঠানটি সার্বিক সমন্বয় করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক ড. সৈয়দা দিলরুবা, মোছা. রুম্মান বেগম, শাম্মী আকতার ও নাসরিন আকতার শম্পা।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪ | সময়: ৬:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ