রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: বৃহস্পতিবার বেলা ১১টার সময় মোহনপুর উপজেলা পরিষদের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিদাস মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী, মৌগাছী ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল সহ অন্যান্য দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পুকুর খনন বন্ধ ও মাদকের উপর আলোচনা প্রাধান্য পায় মোহনপুর থানায় এ মাসে ১৬ টি মামলা হয়েছে ১০ টি মাদক, ২ টি নারী নির্যাতন, ৪টি অন্যান্য বিষয়ে মামলা হয়েছে থানা সূত্রে জানা যায়।