শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি: বানেশ্বরে যাত্রীবাহি বাসের চাকার নিচের পরে সাব্বির (২২) নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরের দিকে রাজশাহী-ঢাক মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বরের পোল্লাপুকুর নামক স্থানে। পবা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম, এতথ্য নিশ্চিত করেছে। আহত সাব্বির বেলপুকুর থানার বড় ধাদাস এলাকার সামাদের ছেলে।
স্থানীয়রা উদ্ধার করে রামেকে ভর্তি করে। বাস ও মোরসাইকেলটি হাইওয়ে পুলিশ অটক দেখেয়ে ফাঁড়িতে নিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর পথের সাথী নামের একটি যাত্রীবাহি বাস নাটোর দিক থেকে রাজশাহীর দিকে যাওয়ার পথে বানেশ্বরের পোল্লাপুকুর নামক স্থানে পৌছালে আপরদিক থেকে মোটরসাইকেল যোগে সাব্বির মুখোমুখি সংর্ঘষে শিকার হয়ে চাকার নিচে পরে যায়।
এসময় স্থানীয়রা গুরুত্বর আহতকে উদ্ধার করে রামেকে ভর্তি করে। বাস ও মোরসাইকেলটি হাইওয়ে পুলিশ আটক দেখেয়ে পবা হাইওয়ে ফাঁড়িতে নিয়েছে।