শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: এই মাসে ফিলিস্তিনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। ফিলিস্তিনের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ায় সেভাবে প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই অতিথিরা ম্যাচ খেলতে অপারগতা প্রকাশ করেছে। যার কারণে ফেব্রুয়ারিতে কোনও ম্যাচ খেলতে পারছেন না সাবিনা-সানজিদারা।
এই অবস্থায় এপ্রিলে পরের ফিফা প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিলিস্তিনের না আসা প্রসঙ্গে বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওরা আমাদের কথা দিয়েছিল ঢাকায় এসে খেলে যাবে। এখন ফিলিস্তিন বলছে তাদের অঞ্চলে ম্যাচ খেলবে, বাংলাদেশে আসবে না। হঠাৎ এমন সিদ্ধান্তে আমরা বিপাকে পড়েছি। এত অল্প সময়ে অন্য দল পাওয়া কঠিন। তাই ফেব্রুয়ারিতে কোনও ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না। এপ্রিলের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
সাবিনা-সানজিদা-মনিকারা সবশেষ গত বছরের ডিসেম্বর ঢাকায় ফিফা প্রীতি ম্যাচ খেলেছিলেন। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছিল। আপাতত তাদের এখন চার মাস আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে থাকতে হচ্ছে।