সর্বশেষ সংবাদ :

রাবির মূল ফটকের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষে রুয়েট শিক্ষার্থীসহ আহত ২ 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : 
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা চালকের দুই পা ভেঙে গুরুতর আহত হয়েছেন। অটোরিকশায় থাকা এক যাত্রীর মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এসময় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী শহর থেকে একটা যাত্রীবাহী বাস আসছিল। অপরদিকে বিনোদনপুর রোড হয়ে অটোরিকশা শহরের দিকে আসতেছিল। এসময় হঠাৎ করে বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত উভয়কেই রামেকে ভর্তি করা হয়েছে।

আহত রিকশাচালকের নাম মো. মুন্না মিয়া (৩১)। তিনি বোয়ালিয়া থানাধীন কাদিরগঞ্জ গ্রামের মো. মামুন হোসেনের সন্তান। অন্যদিকে আহত যাত্রীর নাম মো. সোহেল রানা (২২)। তার বাসা নওগাঁ জেলা। তিনি নওগাঁ জেলার সাপাহার উপজেলার কুচিন্দা গ্রামের মো আলম হোসেনের সন্তান। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর শিক্ষার্থী বলে জানা গেছে।

সানশাইন / শামি

 


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ | সময়: ১০:১৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর