বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন অন্য উপজেলায় বদলী হয়েছেন। ১৪ ফেব্রয়ারী তানোরে তার শেষ কর্মদিবস। ইউএনও বিদায় উপলক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে তাকে বিদায় সংর্বধনা দিয়েছেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান।
মঙ্গলবার বিকালে তানোর উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপস্থিত হয়ে বিদায়ী ইউএনও বিল্লাল হোসেনকে ফুলে তোড়া ও ক্রেস প্রদান করেন পৌর মেয়র সাইদুর রহমান। এ সময় মেয়র এর সাথে ছিলেন পৌর প্যানেল মেয়র-১ আতাউর রহমান বাবলু প্যানেল-২ আতিকুর ইসলাম কাউন্সিলর মিজানুর রহমান বুলবুল ও মোস্তাফিজুর রহমান পৌর প্রকৌশলী নাজমুল হাসান প্রমুখ। পৌর মেয়র সাইদুর রহমান বলেন,বিদায়ী ইউএনও বিল্লাল হোসেন একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। তিনি সকল জনপ্রতিনিধি সাথে তানোর উপজেলাকে এগিয়ে নিতে সমান ভাবে কাজ করেছেন।
সানশাইন / শামি