মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর রাণীনগরে দিনব্যাপী কিশোর মেলা-অনুষ্ঠিত হয়েছে। রবিবার সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কিশোর মেলার কর্মসূচির অংশ হিসেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোহিতায় মেলাটি বাস্তবায়ন করে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী।
দিনব্যাপী এই মেলায় উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের তিন শতাধিক সদস্যরা অংশগ্রহণ করে। মেলার প্রথম ভাগে ক্লাবের সদস্যরা দেয়াল পত্রিকা, উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট, রক্তের গ্রুপ নির্ণয় করাসহ বিভিন্ন স্টল প্রদর্শন করে। এছাড়া মেলার দ্বিতীয় ভাগে নৃত্য, গান ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।
মেলা শেষে মৌসুমীর উপজেলা প্রোগ্রাম অফিসার নাইস পারভীনের সঞ্চালনায় বিজয়ী সদস্যদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান।
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) চাঁদ আক্তার বানু, আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, মৌসুমীর সদর উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল, অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।