ডিএনসি’র অভিযানে পেটে বাঁধানো অবস্থায় হেরোইনসহ আটক যুবক

স্টাফ রিপোর্টার : 

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহীর অভিযানে (রাজশাহী ক সার্কেল) পেটে স্কচটেপ পেচিয়ে ৫০০ গ্রাম হেরোইন পাচারকালে দুই জনকে আটক করা হয়েছে আজ রবিবার বিকেলে।

বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড়ে এ অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ মোজাম্মেল হক ওরফে কানা পিতা- ফয়েজউদ্দিন, থানা-শিবগঞ্জ,জেলা,- চাপাইনবাবগঞ্জ, ও আব্দুল আলীম পিতা নূর আহম্মেদ মৃধা, থানা সিংড়া,জেলা নাটোর দ্বয় কে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর থেকে  পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪ | সময়: ৯:৩৬ অপরাহ্ণ | Daily Sunshine