সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখা আয়োজনে দিন ব্যাপী বার্ষিক মিলন মেলা ও বনভোজন আজ শনিবার (১০ ফেব্রুয়ারী) বিজিবি’র সীমান্ত অবকাশে অনুষ্ঠিত হয়। উক্ত মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফ বি সি সি আই- এর পরিচালক সি আই পি শামসুজ্জামান আওয়াল। রেস্তোলা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্তাবাধয়ন ও পরিচালনা করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও রেস্তোরাঁ মালিক সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিংকু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা নবকুমার ঘোষ, হাসিনুর রহমান টিংকু, সহসভাপতি আব্দুল গাফফার, আইনুল হক, মিঠু ঘোষ ও যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল আহসান রুবেল, সহ-যুগ্ম সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, অর্থ সম্পাদক আব্দুস সালাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাবিলা নওরিন, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমতিয়াজ জামিল দ্বীপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রাজিব, লিয়াকত আলী খান, গোলাপ সর্দার, ফয়সাল আমিন, প্রকৌশলী শাকিলা বাশার ও দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ খান প্রমুখ। মিলন মেলায় শতাধিক রেস্তোরাঁ মালিক ও তাদের পরিবার উপস্থিত ছিলেন। মিলনমেলায় র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
সানশাইন/সোহরাব