সর্বশেষ সংবাদ :

নাটোরে ছাত্রী অপহরণের ১৯বছর পর দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

নাটোর প্রতিনিধি :
নাটোরে মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা দায়েরের প্রায় ১৯বছর পর দুইজনের যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, নাটোর সদরের হয়বতপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবু বকর সিদ্দিক (৫৯) ও জেলার গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে রান্টু মিয়া (৩৯)।

 

 

আদালত সূত্র ও মামলার বাদী (অপহৃত ছাত্রীর মামা) ইদ্রিস আলী জানায়, তার বোন ভগ্নিপতি বাড়িতে না থাকার সুবাদে ২০০৫ সালের ২৫ মে দুপুরে আসামীরা ফুসলিয়ে তার মাধ্যমিক পরীক্ষার্থী ভাগ্নিকে অপহরণ করে। ভাগ্নির কোন খোঁজ খবর না পেয়ে অবশেষে তিনি নাটোর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রায় ১৯বছর পর আদালত অভিযুক্ত দুইজনের যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত এবং জরিমানার অর্থ ঐ ছাত্রীকে দিতে নির্দেশ দিয়েছে বিচারক। দন্ডপ্রাপ্ত দুজন পেশায় রাজমিস্ত্রি। ঘটনার সময় তাদের একজনের বয়স ৪০ ও অপর জনের বয়স ২০ বছর ছিলো। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

সানশাইন / শামি

 

 


প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪ | সময়: ৬:৩৪ অপরাহ্ণ | Daily Sunshine