মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে থার্ড সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রজেক্ট বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সভায় বিশেষ অতিথি ছিলেন সিআরডিপি-২ প্রকল্পের প্রকল্প পরিচালক হামিদুল হক, প্রজেক্ট টিম লিডার এসজিডব্লিউইউডি এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পুষ্কর শ্রীবাস্তব। সভায় সিআরডিপি-৩ প্রকল্পে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ অন্তর্ভূক্তির বিষয়ে আলোচনা করা হয়। সিআরডিপি-৩ প্রকল্পের মাধ্যমে রাজশাহী মহানগরীর উন্নয়ন কাজ বাস্তবায়নের কথা জানান প্রকল্প পরিচালক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধিবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়নে সহায়তা করছে এশিয়া উন্নয়ন ব্যাংক। ইতোমধ্যে রাজশাহী মহানগরীর উন্নয়নে সরকারের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। যা দিয়ে রাজশাহী মহানগরীকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সিটি মেয়রদের রাজশাহী দেখে আসার জন্য বলেছেন। সকলের সহযোগিতায় রাজশাহীকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।
রাসিক মেয়র বলেন, সিআরডিপি-৩ প্রকল্পে বিভিন্ন উন্নয়ন কাজ অন্তর্ভূক্তির জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি। এরমধ্যে তিনটি খালের মাস্টারপ্ল্যান প্রণয়ন ও উন্নয়ন কাজ রয়েছে। খাল উন্নয়ন সহ বিভিন্ন কাজ জনগণের কল্যানে কাজে লাগবে। যতটুকু পারি আমরা তাদের কাছ থেকে সহযোগিতা নিব। মি. পুষ্কর শ্রীবাস্তব আমাকে বলেছেন, প্রকল্পে যে পরিমাণ অর্থায়নের তারা ভাবছেন, সেটি আমাদের গ্রহণযোগ্যতা, কাজের দক্ষতা ও জনগণের সুফলপ্রাপ্তি সাপেক্ষে বাড়তে পারে।
সিআরডিপি-২ প্রকল্পের প্রকল্প পরিচালক হামিদুল হক বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীর ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়ন করেন। রাজশাহীকে বদলে দিয়েছেন তিনি। এই বছরের মধ্যেই এডিবির এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। বদলে যাওয়া রাজশাহী মহানগরীর উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করতে চাই।
সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোবারক হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার। সভা মঞ্চে উপবিস্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও নিযাম উল আযীম, প্রকল্পের ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট মিস অকজু জিওন, এ্যসোসিয়েট প্রজেক্ট এনালিস্ট মিস মারিয়া এ্যাঞ্জেলা মালিহা। অনুষ্ঠানে রাসিকের উন্নয়ন কর্মকান্ডের সার্বিক তথ্য উপস্থাপন করেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন এবং সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর।
এরআগে সকালে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সাইট সমূহ পরিদর্শন করেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর প্রতিনিধিবৃন্দ।