রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জাতীয় বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগরীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি দেশে জাতীয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়ে আসছে।
সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে র্যালি অনুষ্ঠিত হয়। এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা বধির সংঘের আয়োজনে এসব আয়োজনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বধির সংঘের সভাপতি (অবধির) এস এম এমদাদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহসভাপতি (অবধির) আব্দুল আসাদ ও ময়নুল হাসান, সহসভাপতি সাইফুল ইসলাম পিন্টু, সহসভাপতি (অবধির) রেজাউর রহমান, ক্রীড়া সম্পাদক আব্দুল গাফ্ফার, কোষাধ্যক্ষ (অবধির) শিবলী আবেদী, সহ-কোষাধ্যক্ষ আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, পাঠাগার সম্পাদক সোহেল রানা পলাশ, নির্বাহী সদস্য (অবধির) রোকসানা হোসেন এবং খন্দকার মোনাসিব ফয়সাল।
বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সহযোগীতায় অনুষ্ঠিত এদিনের কর্মসূচীতে বধিরদের প্রতি সরকারের সু-দৃষ্টি ও সবার সহনশীল আচরণ করার দাবি জানানো হয়।