শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর রূহের মাগফিরাত কামনায় শুভাকাঙ্খিদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় এ উপশহর মোড়ে দৈনিক সানশাইনের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ করিব সেন্টু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য মোকলেশুর রহমান কচি, ইউনুস আলী, বাদশা শেখ, নজরুল ইসলাম তোতা, বোয়ালিয়া থানা পশ্চিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পিন্টু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ করিব মুক্তা প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (পহেলা ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। তিনি রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী ও এক শিশুকন্যা রেখে গেছেন।
সানশাইন / শামি