শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এঁর মাতা মরহুমা জাহানারা জামান এঁর ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল। দিবসটি স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় কাদিরগঞ্জস্থ পারিবারিক গোরস্থানে তাঁর সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সমাধীস্থল প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্গত থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।