শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচ হেরে নেপাল ও ভুটান দুই দলই ছিল ব্যাকফুটে। আজ রোববার দুই দল যখন মুখোমুখি হলো, সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না কোনো দলেরই। এই ম্যাচে নেপাল জিতে সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পেরেছে। পারেনি ভুটান।
বাংলাদেশের কাছে ৩-১ গোলে হারা নেপাল ও ভারতের কাছে ১০-০ গোলে হারা ভুটানের লড়াই হলো ম্যারমেরে। দুই দলের খেলাতেই ছিল না কোনো ধার। ভুল পাসের ছড়াছড়ি। নেপাল ও ভুটানের মেয়েরা নবীসের মতোই খেলেছে। ৫৪ মিনিটে সেনু পারিয়ার গোলে লিড নেয় নেপাল। ওই গোল ধরে রেখেই নেপাল মাঠ ছাড়ে পূর্ণ পয়েন্ট নিয়ে। ভুটান শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে আর নেপালের প্রতিপক্ষ ভারত।
নেপাল প্রথম জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো। তারা এখন তাকিয়ে থাকবে বাংলাদেশ ভারতের ম্যাচের দিকে। বাংলাদেশ জিতলে এবং নেপাল যদি ভারতকে হারাতে পারে তাহলে তারা উঠে যাবে ফাইনালে।