বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চীনের বর্ষবরণ পালিত হয়েছে। শনিবার(৩ রা ফেব্রয়ারী) বিকাল ৩টা থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক আয়োজনে চীনা বর্ষবরণ করে ওয়াসার ভুউপরিস্থ পানি সরবারহ প্রকল্পর কাজে নিয়োজিত চীনের ঠিকাদার প্রতিষ্ঠান হুনান নির্মাণ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোং, লিমিটেড।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী ওয়াসার উপ মহাব্যবস্থাপক(যুগ্ন সচিব) এস এম তুহিনুর আলম,উপমহাব্যবস্থাপক মোঃ আল্লাহ হাফিজ,প্রকল্প পরিচালক পারভেজ মাবুদ,চীনা ঠিকাদার প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মিঃ ফান জিং।
অনুষ্ঠানে খেলাধুলা ও সাংষ্কৃতিক অনৃষ্ঠানে বিভিন্ন পরিবেশনা করেন চীনা নাগরিকরা। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধায়ন করেন, প্রকল্প সহকারী কর্মাশিয়াল ম্যানেজার প্রকৌশলী আবু রুবায়েত। অনুষ্ঠানটি উপস্থাপন করেন,চীনের নারী ঝুকুইয়ুয়ান।
সানশাইন / শামি