শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: জাতীয় সংসদের পাবনা-সিরাজগঞ্জ (৪৫) সংসদীয় সংরক্ষিত নারী আসনে মহিলা সংসদ সদস্য হতে চান কৃষিতে বিশেষ অবদান রাখা এআইপি (এগ্রিকালচার ইমপটেন্ট পার্সন) পদক প্রাপ্ত ঈশ্বরদীর সফল কৃষাণী নুরুন্নাহার বেগম। এআইপি পদক ছাড়াও কৃষাণী নুরুন্নাহার বেগম বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ অসংখ্য জাতীয় ও আর্ন্তজাতিক পদকে ভূষিত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।
সফল কৃষাণী নুরুন্নাহার বেগম বলেন, দেশের কৃষি ও কৃষককে এগিয়ে নিতে তিনি নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। কৃষিকে আরও উন্নত করতে তিনি মহান জাতীয় সংসদে কথা বলতে চান।
বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকদের নানাভাবে সন্মানীত করেছেন। তিনি নিজেও কৃষি কাজের সাথে জড়িত। তাই আমি বিশ্বাস করি তিনি অবশ্যই কৃষিকে মূল্যায়ন করে এবারের জাতীয় সংসদে একজন কৃষককে মূল্যায়ন করবেন।