সর্বশেষ সংবাদ :

কৃষি যান্ত্রিকীকরণে আরেক ধাপ এগুলো গোমস্তাপুর

গোমস্তাপুর প্রতিনিধি: রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনসহ নানা যান্ত্রিক কৃষিতে আরও একধাপ এগিয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা। গত অর্থ বছরে উপজেলার দুটি ইউনিয়নে রাইস প্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের সূচনা হয়। এরই অংশ হিসেবে তৃতীয় ইউনিয়ন হিসেবে বৃহস্পতিবার উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরইল ব্লকে প্রায় শত বিঘা জমিতে রাইস প্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণের মাধ্যমে সমলয়ে ধানচাষ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে একই ইউনিয়নের লেবুডাঙায় উপজেলা কৃষি বিভাগ আয়োজিত কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা ও বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মনিটরিং অফিসার সাইদুর রহমান, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও কৃষক সাদিকুল ইসলাম। রাইস প্লান্টারের মাধ্যমে সমলয়ে ধানচাষ করা হলে কৃষক অল্প সময়ে কম শ্রমিকের সহায়তায় ধানচাষ করতে পারবে। এতে কৃষক সময় ও অর্থ সাশ্রয়ের মাধ্যমে অধিক লাভবান হবে।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের স্মার্ট কৃষক হিসেবে তৈরি করতে রাইস প্লান্টার সহ নানা কৃষি যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।
এছাড়া, উপজেলায় শত শত বিঘা জমিতে রাইস প্লান্টারের মাধ্যমে সমলয়ে ধানচাষ করে কৃষকরা ফলনও ভালো পাচ্ছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪ | সময়: ৬:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ