বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি শিশু পরিবারের আয়োজনে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার পবা উপজেলার বায়া এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবার মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
উল্লেখ্য, সরকারী শিশুপরিবারে শিশুদের সাথে প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহমেদ কুশল বিনিময় করেন এবং অসহায় এতিম শিশুদের সাথে জাতীয় সংঙ্গীত শেষে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোছা. হাসিনা মমতাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমানসহ জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। এরপর বিকেলে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগির মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।