সর্বশেষ সংবাদ :

শীতবস্ত্র নিয়ে চরবাসীর পাশে এমপি মিতা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার চর মাঝাড়দিয়ারের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও মাফলার বিতরণ করেছেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আদিবা আনজুম মিতা।
শুক্রবার দিনব্যাপী তিনি পবার হরিপুর ইউনিয়নের চর মাঝাড়দিয়ার ও মহানগরীর কেশবপুরস্থ নিজ বাসভবনের সামনে কয়েকশো শীতার্ত মানুষের হাতে কম্বল ও মাফলার তুলে দেন। কম্বল বিতরণকালে এমপি আদিবা আনজুম মিতা বলেন, রাজশাহীতে অতিরিক্ত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, সবচেয়ে বেশি কষ্টে রয়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষ। আর তাদের কথা ভেবেই প্রতিবারের মতো এবারও এক হাজার কম্বল ও পাঁচশত মাফলার বিতরণ করেছি। তিনি আরো বলেন, আমি রাজশাহীর এসব সাধারণ মানুষদের পাশে ছিলাম এবং আছি। আমি একা তো সব করতে পারবো না। তাই দুঃস্থদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিলসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪ | সময়: ৩:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ