সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে দুস্থদের মাঝে সংসদ সদস্যের কম্বল বিতরণ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে তৃতীয় লিঙ্গের মানুষসহ পাঁচ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসাবে কম্বল তুলে দেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ সময় প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার সরকার, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির হোসেন সরকার ও আওয়ামীলীগ নেতা ফেরদৌস-উল আলম উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। শীতে আপনাদের যেন কষ্ট না হয়, সেজন্য আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা প্রধানমন্ত্রীর দেয়া এ উপহার গ্রহণ করে তার জন্য দোয়া করবেন।


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪ | সময়: ৩:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ