রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমন্বিত হল সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৭টি আবাসিক হলের সমন্বিত হল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
এর আগে বেলা ১২টায় সব হলের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাবাস বাংলাদেশ মাঠে মিলিত হয়। এসময় হলের প্রাধাক্ষ্যসহ কর্মকর্তা-কর্মচারীরাও র্যালিতে অংশ নেন। সমাপনী আয়োজনের উদ্বোধন শেষে উপাচার্য তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও কর্মজীবনে সাফল্য কামনা করেন।
তিনি বলেন, তোমরা শিক্ষাজীবন থেকে অর্জিত জ্ঞান, মেধা ও মনন দেশ-জাতির কল্যাণে নিবেদিত করবে। তোমরাই হবে আধুনিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ইসা হোক বলেন, বন্ধুদের সঙ্গে কতশত আড্ডা, স্মৃতি জমে আছে এ ক্যাম্পাসে। সবকিছু ত্যাগ করে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। হল সমাপনী আমাদের কাছে কষ্টের দিন হলেও আমরা আনন্দ করছি। বন্ধুদের ছেড়ে চলে যাওয়া আসলেই কষ্টের। কিন্তু নতুনদের সুযোগ দিয়ে আমাদের যেতেই হবে।
অনুষ্ঠানে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদসহ সকল হলের প্রাধ্যক্ষ ও বিদায়ী শিক্ষার্থীরা।
ঔধমড়হবংি২৪ এড়ড়মষব ঘবংি ঈযধহহবষজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় সাবাশ বাংলাদেশ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে দেশের অন্যতম ব্যান্ড ‘শিরোনামহীন’ গান পরিবেশনা করবে।


প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪ | সময়: ৪:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ