শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ^বিদ্যালয়ের উদ্যোগে রাজশাহী সরকারি মহিলা কলেজে আয়োজিত “মানসিক স্বাস্থ্য সচেতনতা” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী গতকাল অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়, গাজীপুর, বাংলাদেশ-এর সম্মানিত রেজিস্ট্রার মোল্লা মাহ্্ফুজ আল-হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমান ও বর্তমান অধ্যক্ষ প্রফেসর মহাঃ আব্দুল খালেক। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ফয়জুল করিম, পরিচালক, জাতীয় বিশ^বিদ্যালয়, আঞ্চলিক কেন্দ্র, রাজশাহী ও রাজশাহী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা। প্রশিক্ষণে রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজসহ মোট ৪০টি কলেজের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা এধরণের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং সকল শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।