শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গরবার দিবাগত রাতে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (ইনসাব) পক্ষ থেকে এ অনুষ্ঠানে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, জেলা শ্রমিক লীগ সভাপতি আলহাজ্ব মো. আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, গণপূর্ত বিভবাগের জেলা কর্মচারি ইউনিয়নের দীন এ মোহাম্মাদ, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ জেলা সভাপতি রুহুল আমিন তালুকদার প্রমুখ।