শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মহিষ বোঝাই নসিমনের সংঘর্ষে রাকাই মণ্ডল (৪৫) নামে একজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে উপজেলার খেজুরতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকাই মণ্ডল পাবনার চাটমোহর উপজেলার খতবাড়ী গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
বনপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ স্টেশন অফিসার আকরামুল হাসান জানান, নাটোর থেকে পাবনার চাটমোহরগামী মহিষ বোঝাই একটি নসিমনের সঙ্গে নাটোরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ছয় জন আহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।