শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সৌজন্য সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, রাজশাহীর নেতৃবৃন্দ। শনিবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন এ্যাড. মোজাফফর হোসেন, বাংলাদেশ বার কাউন্সিলর সদস্য এ্যাড. একরামুল হক, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. ইব্রাহিম হোসেন, এ্যাড. আসলাম সরকার, এ্যাড. এজাজুল হক মানু, এ্যাড. বজলে তৌহিদ আল হাসান বাবলা, এ্যাড. মো. শাহাজাহান, এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, এ্যাড. সিরাজুল শওকত সালেহীন এলেন, এ্যাড. রাশেদুন নবী আহসান, এ্যাড. আব্দুল ওহাব জেমস, এ্যাড. আবু রায়হান মাসুদ, এ্যাড. আহসান হাবীব রঞ্জু।