সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ইউসিসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪ শো’ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইউসিসি কোচিং সেন্টার। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে ইউসিসি’র রাজশাহী শাখার আয়োজনে ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (সাবেক) সিনেট সদস্য ও ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ড. এম এ হালিম পাটওয়ারী প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউসিসি’র ম্যানেজিং ডাইরেক্টর মো. শফিকুল ইসলাম সুজন।
এসময় ইউসিসি’র রাজশাহী শাখার পরিচালক (একাডেমি) মাহতাব দিপু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সায়েরা কাউসারী রাচি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. শংকর কে বিশ্বাস, এফএনবি’র পরিচালক (এফএবি) ডা. ফাহাদ ইবনে মাহফুজ, কনক ম্যাথ’র পরিচালক কাউছার হোসেন কনক প্রমুখ।


প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪ | সময়: ৬:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ