সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)। শনিবার সকাল সাড়ে ১০টার সময় ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সম্প্রতি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু বরণ করেন তিনি।
দলীয় সুত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ৬০ এর দশকে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এরপর দলের বিভিন্ন দুঃসময়ে বলিষ্ঠ ভূমিকা পালন করে দীর্ঘবছর ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ১০ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর ২০২১ সালের ২৯ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে দলীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন।
ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র ইছাহক আলী মালিথা জানান, প্রবীণ রাজনীতিবীদ হিসেবে বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস আমাদের আশা-আকাঙ্খার বাতিঘর ছিল। দলের যেকোন দুঃসময়ে বলিষ্ঠ ভূমিকা পালন করে আমাদের বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। তার অকাল মৃত্যুতে দলের অপূরনীয় ক্ষতি হলো।
শনিবার রাত ৮টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ইদগাহ্ ময়দানে জানাযা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যদায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।