সিয়াটেককে চমকে দিলেন লিন্ডা

স্পোর্টস ডেস্ক: পঞ্চম গ্র্যান্ড স্লাম ও প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্ন নিয়ে কোর্টে নেমেছিলেন ইগা সিয়াটেক। বিশ্বের এক নম্বর টেনিস তারকা তৃতীয় রাউন্ডের বাধা উতরে যেতে পারলেন না। চেক প্রজাতন্ত্রের অবাছাই খেলোয়াড় লিন্ডা নোস্কোভার কাছে শনিবার হেরে গেলেন তিনি।
পোল্যান্ডের সিয়াটেককে ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন লিন্ডা। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে ফেভারিট হিসেবে নেমেছিলেন সিয়াটেক। রড লেভার এরেনায় ১৯ বছর বয়সী প্রতিপক্ষকে প্রথম সেটে সহজেই হারান তিনি। দ্বিতীয় সেটে হেরে গেলে আর পরের সেটে চাপ কাটাতে পারেননি।
বিশ্বের এক নম্বর টেনিস তারকার বিপক্ষে লড়াই যে চ্যালেঞ্জিং হবে, তা ভালো মতোই জানতেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি বাকরুদ্ধ। জানতাম বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। আমি সত্যিই ভাবতে পারিনি যে ম্যাচটা এভাবে শেষ হবে। তবে আমি পরের রাউন্ডে উঠতে পেরে খুব খুশি।’ ১৯৯৯ সালে অ্যামেলি মাউরেসমোর পর অস্ট্রেলিয়ান ওপেনে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়কে হারানো প্রথম চেক টিনএজার লিন্ডা।


প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪ | সময়: ৬:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর