বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘায় ৪৯ বোতল ফেন্সিডিল-সহ দুই যুবককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৯ টার দিকে র্যাব-৫ এর একটি দল উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন। গ্রেফতাররা হলেন-উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর (নন্দীপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী (২৮) ও পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে ইমন আলী (২২)।
র্যাব সূত্রে জানা গেছে, আটককৃত দুই যুবক অবৈধভাবে ফেন্সিডিল সংগ্রহ করে বিক্রয়ের জন্য হরিরামপুর এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর তদন্ত) সবুজ রানা বলেন, র্যাব-৫ এর পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার রাতে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে । ধৃত আসামীদের শুক্রবার (১৯ জানুয়ারী) সকালে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
সানশাইন/সোহরাব