শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা আইনজীবী সমিতির (জেলা বারের) নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাট জেলা আইনজীবী ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ নূর ইসলাম।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আব্দুল মোক্তাদির।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, পুনরায় নির্বাচিত সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসানুর রহমান শাহীন।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির (জেলা বারের) নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা বারের জ্যেষ্ঠ (সিনিয়র) আইনজীবী অ্যাডভোকেট খাজা জহুরুল হক।