সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুরে সংবাদদাতা: মোহনপুরে এক কলেজ শিক্ষকের চেকের মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নালিশি চেকের ৭ লক্ষ টাকা প্রদানের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
মামলাসূত্রে জানা যায়, ২০২২ সালে পূর্ব পরিচয়ে রাজশাহী উপশহর এলাকার শিবলী ইসলামের নিকট থেকে চেক দিয়ে নগদ সাত লক্ষ টাকা নেন মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের শিক্ষক মুস্তাফিজুর রহমান। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলে টাকা দিতে না পারায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।
মামলায় এনআই এ্যকটের ১৩৮ মোতাবেক ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড ও নালিশী চেকের ৭ লাখ টাকা প্রদানের আদেশ দিয়েছেন। শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে রাজশাহী জেলা কারাগারে প্রেরণ করেন।
এদিকে মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সত্যতা স্বীকার করেন তিনি আরো জানান কলেজ কর্তৃপক্ষ উক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন।