নাটোরের লালপুরে ভুটভুটি উল্টে স্বামী স্ত্রী নিহত

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ভুটভুটি উল্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ৭ টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই এলাকার খায়েজ মোল্লার ছেলেচান্দু মোল্লা(৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)।

 

 

 

 

স্থানীয়রা জানায়, সকালে ট্রেন যোগে নওগাঁ যাওয়ার জন্য তারা ভুটভুটিতে উঠে আজিমপুর স্টেশনে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে ভুটভুটিটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ভুটভুটিতে শুধু ওই দুজন যাত্রীই ছিল। দুর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪ | সময়: ৫:৩১ অপরাহ্ণ | Daily Sunshine