শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশ চন্দ্র মন্ডল (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত বিকাশ চন্দ্র মন্ডল উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের মামুদপুর গ্রামের বিশ^নাথ মন্ডলের ছেলে।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, গত সোমবার বিকাশ মন্ডল মোটর সাইকেল চালিয়ে লক্ষ্মীকোল বাজারে যাচ্ছিলেন। পথে পুরাতন হল মোড় এলাকায় তিনি মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে ছিটকে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বুধবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।