সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে মোটরসাইকেল, চাচা-ভাতিজা নিহত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।
নিহতরা হলেন পুঠিয়ার তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. হোসেন (২৫) ও তাঁর ভাতিজা সাঈদ সারোয়ার (২২)। সাঈদ সারোয়ারের বাবার নাম জেকের আলী। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, একটি মোটরসাইকেলে চড়ে সাঈদ সারোয়ার ও মো. হোসেন পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল একটি বাস। মোটরসাইকেলের গতি ছিল বেশি। কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন। এ দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্বার করে।


প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪ | সময়: ৭:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ